চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেললেন বিশ্ববিদ্যালয়ের একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। রবিবার (১১ ডিসেম্বর) সকালে হলুদ ও নীল দলে ভাগ হয়ে এই প্রীতি ম্যাচে অংশ নেন তারা।
প্রথমে ব্যাট করতে নেমে হলুদ দল স্কোরবোর্ডে ১৬৯ রান তোলে। টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি চার বল হাতে রেখেই জিতে নেয় নীল দল।
গত ৩ ডিসেম্বর ছিল বিশ্ব দৃষ্টি প্রতিবন্ধী দিবস। এই দিবসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন ‘ডিসকো’ প্রতিবছর বিভিন্ন খেলার আয়োজন করে। ক্রিকেটের এই ম্যাচটি ছিল তাদের সেই আয়োজনের অংশ।
ডিসকোর সাবেক সভাপতি মো. সোলায়মান বাদশা বলেন, ‘২০০৭ সালে এই সংগঠনের যাত্রা। তিন বছর কারও সাপোর্ট না পেলেও ২০১০ সাল থেকে বিভিন্ন জনের সার্পোট পেতে থাকি। তখন থেকে আমরা প্রতিবছর প্রায় ৮টি ইভেন্ট নিয়ে অনুষ্ঠানের অায়োজন করি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ