ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকা থেকে সাক্ষাৎকার আগামীকাল শনিবার শুরু হবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তির যাবতীয় কার্যক্রম ৯ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার শনিবার ও রবিবার সকাল ১০ টায় লোকপ্রশাসন বিভাগে অনুষ্ঠিত হবে। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ধর্মতত্ত্ব অনুষদের অফিসে সকাল ১০টা হতে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে শনিবার।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অফিসে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ১২টা পর্যন্ত আইন ও মুসলিম বিধান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং আল-ফিকহ বিভাগে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার দুপুর বারটা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের সাক্ষাৎকার শনিবার সকাল ১০টায় দ্বিতীয় বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে মৌখিক পরীক্ষা অংশ নেওয়া যাবে।
উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় অবশ্যই ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/এইচএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মূল সনদপত্র/প্রশংসাপত্র, মূল নম্বরপত্র এবং ৮(আট) কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল