সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে (সন্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম রবিবার থেকে শুরু হচ্ছে। ভর্তি কমিটির সদস্য সচিব এএইচএম বেলায়েত হোসাইন জানান, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ভর্তি শুরু হচ্ছে। একাডেমিক ভবন ‘ডি’ এর নিচতলায় ‘ডিন অফিসে’ ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি বলেন, সকাল ৯টা থেকে 'বি-১' ইউনিটে মেধা তালিকার ১ থেকে ৭০০ এবং ১৯ ডিসেম্বর সকাল ৯টায় একই ইউনিটের ৭০১ থেকে ১১৫৯ পর্যন্ত শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। এছাড়া আগামীকাল (১৯ ডিসেম্বর) বেলা ২টায় 'বি-২' ইউনিটে মেধা তালিকার ১ থেকে ৩০ পর্যন্ত, বিকাল তিনটা থেকে 'বি-১' ও 'বি-২' উভয় ইউনিটের অধীনে মেধা তালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম চলবে। ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার মেধা তালিকার ১ থেকে ২২৪ ও সকাল ১১টায় মানবিক শাখার মেধা তালিকার ১ থেকে ৩১০ এবং বেলা ২টা থেকে ব্যবসায় প্রশাসন শাখার ১ থেকে ৮৪ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। তাছাড়া ২০ ডিসেম্বর বিকাল ৪টায় ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধা তালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে বলে জানান অধ্যাপক বেলায়েত।
ভর্তি অফিস জানায়, ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ভর্তির জন্য নির্ধারিত ফি ৬৮৫০ টাকা, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বর ফর্দ (মার্কশিট) ও প্রশংসাপত্র আনতে হবে। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েভসাইট www.sust.edu/admission ভিজিট করে এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার