মাদারীপুরের কালকিনি উপজেলার শীর্ষ বিদ্যাপিঠ কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে ফের আন্দোলন করছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার সকালে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে একই দাবিতে বিক্ষোভকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ মানববন্ধন কর্মসূচি পালন করে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয়ায় ফের আন্দোলন শুরু করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা