সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ন্যাশনাল রিসার্চ কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এনআরসিবিই)’ সম্মেলন আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম এবং সম্মেলন উদ্বোধন করবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করবেন।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম