রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবিরের হাতে নিহত শহীদ তপন দিবস স্মরণ ও চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাবি শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মিছিলটি তপন চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তরা ৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন, শহীদ তপন হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা, শহীদ তপনের নামে বোটানিক্যাল গার্ডেন হতে বধ্যভূমি পর্যন্ত রাস্তার নামকরণ, ক্যাম্পাসে সম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি জানান।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব