ক্লাস পরীক্ষা ও ফলাফল নিয়মিত করণ, সেমিনার লাইব্রেরী প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি বরাবর তারা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে দাবিগুলো হলো, ক্লাস-পরীক্ষা ও ফালাফল নিয়মিত করনের মাধ্যমে সেশনজট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, বিভাগে সেমিনার লাইব্রেরী প্রতিষ্ঠা করা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর মান প্রদান করা, ভালো কনফিগারেশন সম্পন্ন কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা ও যুগোপযোগী ইন্টারনেট সুবিধা প্রদান করা।
শিক্ষার্থীরা জানান, গত ৬ ফেব্রুয়ারি পরীক্ষা গ্রহণ ও ফলাফলের দাবিতে বিভাগে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। সেসময় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের জন্য তিন দিন সময় নেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।