ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘যাদের সাহিত্য জ্ঞান নেই, যাদের সাংস্কৃতিক জ্ঞান নেই, যাদের মানবতা জ্ঞান নেই, তারাই হয়ে ওঠে আজকের সমাজের এক একজন জঙ্গি, এক একজন নিবরাস ইসলাম। যারা অন্যের হননের মধ্য দিয়ে জীবনের অর্থ খুঁজে পাওয়ার প্রয়াস পায়। সুতরাং সংস্কৃতিকে যদি মানুষের জীবনাচারণ থেকে বিছিন্ন করে কেড়ে নেওয়া হয়, তাহলে তারা হবে বিকলাঙ্গ এবং মানসিকভাবে পঙ্গু।’
রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যায়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি প্রভোস্ট কাউন্সিল আয়োজিত আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হারুন উর রশিদ আসকারী আরও বলেন, ‘সংস্কৃতি বিহীন জ্ঞান পরিপূর্ণ জ্ঞান নয়। শুধুই লেখাপড়া আর একাডেমিক সাফল্য একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে নির্মাণ করতে পারে না। সংস্কৃতি জ্ঞান তার অপরিহার্য। তাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন উৎকর্ষ দেখাতে চায় লেখাপড়া গবেষনায়, একই ভাবে উৎকর্ষ দেখাতে চায় শিল্প এবং সংস্কৃতি চর্চায়।’
বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন অনুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল আলম, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. আহসানুল হক আম্বিয়া, বঙ্গবন্ধু হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. শাহদাৎ হোসেন আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এ বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব