ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহিনুর রহমান।
আজ বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বরাবর প্রেরিত শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (স. বি-১) আবদুস সত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 'মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ১১(ক) (১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন। আগামী ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।'
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি অধ্যাপক ড. শাহিনুর রহমান উপ-উপাচার্য হিসেবে চার বছর মেয়াদ পূর্ণ করেছেন। তিনিই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো প্রশাসনিক কর্তাব্যক্তি হিসেবে মেয়াদ পূর্ণ করেন।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম