তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দুই ছাত্রের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল বিশ্ববিদ্যালয়ের বাসে এ ঘটনা ঘটে। এতে রিয়াজ খান, আল ইকরাম অর্নব ও শফিক আহত হয়। আহতদের সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী রিয়াজ খান ও ফার্মেসী বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আল ইকরাম অর্নবের সাথে বিশ্ববিদ্যালয়ের অর্নিবান বাসে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিয়াজ খান, আল ইকরাম অর্নব ও শফিক আহত হয়। পরে আহতদের পাশবর্তী সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, এরা ছাত্রলীগের কেউ না। আমরা এদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ এবং বিশ্বাবিদ্যালয় থেকে বহিস্কারের জন্য প্রশাসনকে অনুরোধ করব।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল