বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ছয়টি অনুষদের ২১ বিভাগের এক হাজার ৩১৫টি আসনের বিপরীতে শুক্রবার রাত ১২টা পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আবেদনের জন্য ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) ৪৪০ টাকা, ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৬০৫ টাকা, ‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৪৯৫ টাকা, ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৪৯৫ টাকা, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৩৮৫ টাকা ও ‘এফ’ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৩৮৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
এ বছরই প্রথম নেগেটিভ মার্কিং রাখার সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
ভর্তিচ্ছুরা রেজিস্ট্রেশন-সংক্রান্ত যেকোনো তথ্য ০১৫৫-৭২২৯২১৫, ০১৫৫-৮১৩৬৮১৪ নম্বর অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।
প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি আবেদনের সময় দেওয়া নম্বরে খুদেবার্তার মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে।
আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার ফল আগামী ১৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল