মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের (১ম ব্যাচ) ছাত্র-ছাত্রীদের শিক্ষাসমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বুধবার পরিসংখ্যান বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোঃ দেলোয়ার জাহান মলয়। উক্ত অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন