জগন্নাথ বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪র্থ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “বিকশিত মন ও সুস্থ দেহের জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা আবশ্যক। এছাড়াও উচ্চশিক্ষা সাথে সাথে খেলাধুলা মানোন্নয়ন করাও জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর ইনডোর গেমস, ক্রিকেট, এ্যাথলেটিক্স, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে। যার ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে তাদের মেধার স্বাক্ষর রাখতে শুরু করছে।”
ক্রীড়া উপ-কমিটি (ফুটবল)-এর আহ্বায়ক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলী নূর উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ১৪ দিনব্যাপী এই ৪র্থ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ৩৬ বিভাগ ও ১টি ইনস্টিটিউট-এর ৩৭টি দল নক-আউট পদ্ধতিতে অংশগ্রহণ করবে। আগামী ২৯ নভেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন