জগন্নাথ বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‘৪র্থ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৭’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
গত ১২ নভেম্বর হতে ২৯ নভেম্বর পর্যন্ত চলা ৪র্থ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় অনুষ্ঠিত হয়। এতে ফিন্যান্স বিভাগ চ্যাম্পিয়ন হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “ফুটবল খেলার সাথে শৃঙ্খলা শব্দটি অনেক বেশি জড়িত। ছাত্রছাত্রীদের মেধার বিকাশেও শৃঙ্খলাবোধ শব্দটি অনেক গুরুত্বপূর্ণ। সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা সফলতার সাথে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যা আমাদের জন্য অনেক গৌরবের।”
তিনি আরো বলেন, “অতীতে আমাদের দেশে ফুটবল খেলার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ফুটবল খেলার জনপ্রিয়তা হারিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে সহমর্মিতার অভাব। ফুটবল খেলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশি করে প্রতিযোগিতার আয়োজন করতে হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপ-কমিটি (ফুটবল) আহ্বায়ক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য ফজলুর রহমান বাবুল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও ব্রাদার্স ইউনিয়ন লিঃ-এর পরিচালক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু) এবং ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূর উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন