জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি সকল সমস্যা তুলে ধরে প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে সমাধান চান।
সভায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক নানাবিধ সমস্যা জানানোর পাশাপাশি শিক্ষার্থীরা প্রশাসনকে ধন্যবাদও জানান এরকম একটি উন্মুক্ত আলোচনার জন্য। তারা দাবি জানান, প্রতি মাসে অন্তত একবার হলেও যেনো এরকম একটি আলোচনার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের কথায় উঠে আসে হলের অভ্যন্তরীণ সমস্যা ও আবাসন সংকট, প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিং, সেশন জট, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের জটিলতা ও শিথীলতা, বিভাগীয় শিক্ষা ব্যবস্থায় হতাশ হয়ে শিক্ষার্থীদের বিসিএস প্রবণতা, খাদ্য সমস্যা, পরিবহণ সমস্যা, লাইব্রেরীর আসন সংকটসহ নানামুখী সমস্যার কথা। ঘুরেফিরে শিক্ষার্থীরা বললেন জাকসু নির্বাচনের কথাও।
সবশেষে উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম বলেন, "আলোচনার এই সুযোগ অব্যাহত থাকবে। কেননা আজকের এই সুযোগ না করে দিলে হয়তো জানতেও পারতাম না শিক্ষার্থীরা কি ধরণের দুঃখ নিয়ে দিন কাটাচ্ছে। তোমাদের সব সমস্যা আমি লিখে নিয়েছি। চেষ্টা করবো যথাসাধ্য সমাধান করার।"
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল