ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আট শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ফলিত বিজ্ঞান অনুষদের ১৪০নং কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১০-১১ শিক্ষাবর্ষে বিএসসি সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও ইবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন।
ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোত্তালিব হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রওনক জাহান, কম্পিউটার সায়েন্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিনা ফেরদৌস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের খানজাহান আলী, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আকলিমা সুলতানা, গণিত বিভাগের মোজাম্মেল হোসেন ও পরিসংখ্যান বিভাগের মাহফুজুর রহমান।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা