ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব (আইবিএসিসি) আয়োজিত দেড় মাসব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ’ শুরু হয়েছে গতকাল সোমবার । এই আয়োজনের প্লাটিনাম স্পন্সর ব্র্যাক ব্যাংক এবং সিলভার স্পন্সর বাংলা ট্র্যাক কমিউনিকেশন্স লিমিটেড। প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়াম-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ৪০ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিবে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইবিএ’র ডিরেক্টর অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, আইবিএ কমিউনিকেশন ক্লাব (আইবিএসিসি)-এর মডারেটর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মো. রেজাউল কবির এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর হেড অব কমিউনিকেশন জারা জাবীন মাহবুব, হেড অব লোকাল করপোরেটস মো. আল-আমিন, সিনিয়র ম্যানেজার অব কমিউনিকেশন ডিভিশন মোহাম্মদ আব্দুর রহিম ও অ্যাসোসিয়েট ম্যানেজার অব কমিউনিকেশন ডিভিশন আবু হুরাইরা আই আর খানসহ আরও অনেকে।
আগামী ৫ জানুয়ারী, ২০১৮ অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ‘ব্র্যান্ডউইটজ’-এর আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিযোগিতায় প্রতিটি দলে চারজন সদস্য ও একজন দলনেতা থাকবে। প্রতিযোগীদের দক্ষতা যাচাই করার জন্য প্রতিটি দলকে মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন, ব্র্যান্ড লঞ্ছিং, কেস সমাধানসহ বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী ৬টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী দল ২ লাখ ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ ১ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ ১ লাখ টাকার পুরস্কার জিতবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার