বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং নিজস্ব প্রতিবেদক রুহুল আমিন রাসেলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র ও সাধারণ সম্পাদক আসিফ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। গণমাধ্যম তথা সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটি ছাড়া একটি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। তাই এই হয়রানিমূলক মামলা স্বাধীন মত প্রকাশ ও মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্থ করবে বলে আমরা মনে করছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে এই হয়রানিমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, বংলাদেশ প্রতিদিন পত্রিকায় পটুয়াখালীর সংরক্ষিত আসনের এমপি লুতফুন নেছা ও তার স্বামী সুলতান আহমেদ মৃধার বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তারা (অভিযুক্ত) প্রতিবেদক ও সম্পাদককে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন এবং ১০ কোটি টাকার হয়রানিমূলক মানহানি মামলা করেছেন।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল