প্রথমবারের মত নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুই শিপটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে নেত্রকোনা সরকারি কলেজ, আঞ্জুমান স্কুল, মহিলা কলেজ, আবু আব্বাস ডিগ্রি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকালে শুধুমাত্র নেত্রকোনা সরকারি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলা, সামাজিক বিজ্ঞান অনুষদে ৯০টি আসনের বিপরীতে ৫ হাজার ৯শ ৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নেত্রকোনা প্রেসক্লাব, মিতালী সংঘ, কচিকাচা মেলা প্রাঙ্গণ, নেত্রকোনা স্টেডিয়ামসহ বিভিন্ন জনের বাড়িতে পরীক্ষার্থীদের বিশ্রামের ব্যবস্থা করে সম্মিলিত নেত্রকোনাবাসী।
পরীক্ষার আগের দিন রাত থেকে রেড ক্রিসেন্ট ইয়ং সদস্যরা, স্কাউটের সদস্য, জেলা ছাত্রলীগের তোবায়েল আহমেদ খান, দিদার, জাকির খান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক সেজে শৃঙ্খলা তৈরি করে। বাসস্ট্যান্ড, রেল স্টেশন থেকে পরীক্ষার্থীদের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় তারা। যাতে বাইরের জেলা থেকে আগত কেউ সমস্যার সম্মুখীন না হন। এমন দৃষ্টান্ত তৈরিতে সকল শ্রেণি পেশার মানুষ সহযোগিতা করেন।
এছাড়াও শনিবার পরীক্ষার দিন সকালে সড়কে ট্রাফিকের ভূমিকায় থেকে শিক্ষার্থীদের সময়মতো পৌঁছতে দেয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ক্যাম্প, কলম, বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন