নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পলিত হচ্ছে মাসব্যাপী জয়নুল উৎসব। একই সাথে চারুকলা অনুষদ পালন করছে ৭০ বছরপূর্তি। এ উপলক্ষ্যে মঙ্গলবার চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
পরে অনুষদ প্রাঙ্গন থেকে উপাচার্যের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রদক্ষিণ করে চারুকলা অনুষদে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পাচার্যের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক রফিকুন নবী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে উপাচার্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন।
উল্লেখ্য, জয়নুল উৎসব-২০১৮ ও চারুকলার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছরের প্রদর্শনীকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিল্পীদের প্রদর্শনী হয়েছে ১০ থেকে ২০ ডিসেম্বর। এছাড়া বার্ষিক প্রদর্শনীতে বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী চলছে ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/হিমেল