নির্বাচনী প্রচারণার কাজ করা ছাত্র ফেডারেশনের সাত নেতাকর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়ামে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে জিমনেশিয়ামে ছাত্রলীগ পরিচয়ে একদল যুবক এ মারধর করেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
ফেডারেশনের নেতাকর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে ডরমিটরিতে অবস্থান করে ঢাকা-১২ আসনের গণসংহতির প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা রুম ছেড়ে দিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। মঙ্গলবার রাতে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা রড-লাঠি নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার প্রচার সম্পাদক ইমরান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড, সাদিক রেজাসহ সংগঠনের সাত নেতাকর্মী আহত হন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ‘ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা করেছে। এতে আমাদের সাত নেতাকর্মী আহত হয়েছেন।’
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, আমি এ ধরনের কোনো ঘটনা শুনিনি।
বিডি প্রতিদিন/হিমেল