অবসরে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ইউনিটের তিনবারের নির্বাচিত ডিন, মেডিসিন বিভাগের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত দেশের প্রথিযশা এই চিকিৎসকের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিএসএমএমইউতে এটাই ছিলো তাঁর শেষ দিন। প্রিয় শিক্ষক, চিকিত্সকের বিদায় উপলক্ষ্যে ইন্টারনাল মেডিসিন বিভাগের হলরুমে আয়োজন করা হয়েছিলো এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন এবিএম আব্দুল্লাহর সহধর্মিনী অধ্যাপিকা মাহমুদা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, এন্ডোক্রাইনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. মো. ফরিদ উদ্দিন, অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন প্রমূখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্যে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘জীবনের জন্য লক্ষ্য বা টার্গেট থাকতে হবে। কারো ক্ষতি করা নয়, বরং ভালোকিছু করার প্রবণতা থাকতে হবে। মানুষের জীবনে কিছু করে যাওয়ার মতো সময় খুব অল্পই পাওয়া যায়। এই সংক্ষিপ্ত জীবনের পরিভ্রমণে ভালো কিছু অর্জন করে তা মানুষের মাঝেই বিতরণ করে যেতে হবে।
তরুণ চিকিত্সকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তরুণরা সবাই ভালো মানুষ এবং ভালো চিকিত্সক হবেন সে প্রত্যাশা করি। জীবনে আশাহত হওয়া চলবে না। কোন সমালোচনায় কান দেয়া যাবে না। সততা ও আন্তরিকতার সঙ্গে সব বাঁধা ডিঙ্গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এটাই কামনা।’
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর সহধর্মিনী অধ্যাপক মাহমুদা বেগম বলেন, ‘জীবনে সফল হওয়ার জন্য আত্মবিশ্বাস, টার্গেট, সময়ানুবর্তিতা, স্বার্থহীনতা, একাগ্রতা, চেষ্টা ও আশাবাদী থাকাটা খুবই জরুরি। যা ছিলো একজন এবিএম আদুল্লাহর জীবনে। এজন্যই তিনি আজ মানুষের ভালোবাসার পাত্র হতে পেরেছেন।’
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তরুণ চিকিত্সকদের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এই বিশ্ববিদ্যালয় সব সময়ই তাঁর অভাব অনুভব করবে।’
বিডি প্রতিদিন/হিমেল