জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমিটির অনুষ্ঠিত চতুর্থ সভার কার্যবিবরণীতে প্রথম সমাবর্তন আয়োজনের কথা উল্লেখ করা হয়।
কার্যবিবরণীতে আরও বলা হয়, ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ২০১১-২০১২ শিক্ষাবর্ষ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবে। প্রথম সমাবর্তন ভেন্যু হবে ধূপখোলায় বিশ্ববিদ্যালয়টির খেলার মাঠ।
সমাবর্তন অংশগ্রহণ করার জন্য আগ্রহীদের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৯/আরাফাত