ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ১৩৫নং কক্ষে সদস্যদের ভোটে ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের মাহবুব আলম টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, ডেপুটি টিম লিডার পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন বাশিরুল ইসলাম ও দিপ্তি দেবনাথ। নির্বাচন পরিচালনা করেন জাবির সরকার রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা কামরুল হাসান ও টিম কো-অর্ডিনেটর দিলরুবা বেগম মোনালিসা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির টিম লিডার মোস্তাফিজুর রহমান সুমন, ডেপুটি টিম লিডার শিহাব উদ্দিন ও সাবেক ডেপুটি টিম লিডার নাসির উদ্দিন লিংকন।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা কামরুল হাসান বলেন, ‘নির্বাচিত এ কমিটির হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী তৎপরতা আরও বৃদ্ধি পাবে। জাবিতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।’
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৯/মাহবুব