সিলেট সিটির যে কোনো জায়গা থেকে জনগণ শিগগিরই ফ্রী ওয়াইফাই সেবা পাবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে সিলেটকে প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে সিলেট সিটিতে ফ্রী ওয়াইফাই সেবা ব্যবস্থা করা হবে। এর জন্য দক্ষ জনবল নিয়োগ করা হবে।
বুধবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এই দেশে এখন কোনো মঙ্গা নেই। দেশের ৯৪ শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করে। ফলে স্যানিটেশন ব্যবস্থাতেও দক্ষিণ এশিয়ার মাঝে আমরা এগিয়ে।
এসময় নবীন শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়া মুখস্থ না করে প্রশ্ন করা ও অনুধাবনের মাধ্যমে নতুন নতুন বিষয় শিখতে আহ্বান জানান তিনি।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম