ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৫৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকালে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী বেগম শওকত আরা সাইদা।
সপ্তাহব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ৯৪টি ইভেন্টে সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে। এতে জুনিয়র উইংয়ের ছাত্ররা তিনটি এবং সিনিয়র হাউসের ছাত্ররা চারটি হাউসে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রধান অতিথি ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার অপরিসীম গুরুত্বের কথা সকলকে স্মরণ করিয়ে দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন