ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল ১৩টি ছাত্রসংগঠনের সাথে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে পরিবেশ পরিষদ। আজ সোমবার সকাল ১১টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। বৈঠকে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বৈঠকে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন, আচরণবিধি ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে। সভায় উপস্থিত আছেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহম্মদ সামাদ, প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী। এছাড়াও গঠনতন্ত্র সংশোধন কমিটি ও আচরণবিধি প্রণয়ন কমিটির সদস্যবৃন্দও বৈঠকে অংশ নিচ্ছেন।
বৈঠকের শুরুর আগেই সভাস্থলে উপস্থিত হন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান, ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাবি শাখার সভাপতি মো. ফয়জুল্লাহসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর পরিবেশ পরিষদের একটি সভা হয়। ওই সভায় ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে সহাবস্থান দাবি করেন আর ছাত্রলীগের নেতারা সন্ত্রাসী কার্যক্রম ছাড়লে সহাবস্থানে কোনো আপত্তি নেই বলে জানিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা