৪ দফা দাবিসহ আগামী তিন মাসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আল্টিমেটাম দিয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আল্টিমেটাম জানায় তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৪ দফা দাবিগুলো হল-
অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে পর্যালোচনা সাপেক্ষে জাকসুর গঠনতন্ত্র পরিমার্জন এবং সংশোধন, বিভাগ ও হল প্রশাসনের যৌথ সহযোগিতার মাধ্যমে বৈধ শিক্ষার্থী নির্ধারণ করে ভোটার তালিকা হালনাগাদকরণ, আগামী এক মাসের মধ্যে জাকসু নির্বাচনের তফশিল ঘোষণা এবং সকল শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিতকরণ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচনের চেয়ে অবকাঠামো উন্নয়নে অধিক আগ্রহ প্রকাশ করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিটিতে বলা হয়, "বাধ্যবাধকতা ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চরিত্র ও পরিবেশ সমুন্নত রাখতে হল সংসদ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ অপরিহার্য হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম উদাসীনতা, গাফিলতি, আন্তরিকতা ও সদিচ্ছার অভাব এবং সরকারের প্রতি অযথা মুখাপেক্ষিতার কারনে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘জাকসু’ নির্বাচন । জাকসু নির্বাচন নিয়ে চলমান অচলাবস্থা কাটানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত থাকলেও এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অনাগ্রহ দেখাচ্ছে। ডাকসু নির্বাচনের ঘোষণার মাধ্যমে জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন পরিস্থিতিও অতীতের যে কোন সময়ের চেয়ে স্থিতিশীল ও ছাত্র সংসদ নির্বাচনের অনুকূলে।"
উল্লেখ্য, গত ২৬ বছর ধরে অচলাবস্থা বিরাজ করছে জাকসু নির্বাচনে। শিক্ষার্থীরা বারবার দাবি জানিয়ে আসলেও উপযুক্ত পরিবেশ নেই অভিযোগ করে নির্বাচনের উদ্যোগ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর