রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে ক্যাম্পাসে সক্রিয় হওয়া শুরু করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এর আগে ক্যাম্পাসে কখনো ধর্মভিত্তিক এই ছাত্র সংগঠনটির কোনো কর্মসূচি দেখা না গেলেও এখন থেকে তারা বিভিন্ন ধরণের কর্মসূচি পালন করবেন বলে সংগঠনটির একাধিক নেতা সূত্রে জানা গেছে।
ক্যাম্পাসে সক্রিয় হতে এবং রাকসু নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে গত মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাবি শাখা সংগঠনের নিবন্ধন ফরম, গঠনতন্ত্র ও কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রক্টর অফিসে জমা দিয়েছে।
এসময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাবি শাখার সভাপতি মুহা. ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি মুহা. নাজিবুদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির একাধিক নেতা জানান, ধর্মভিত্তিক দল হওয়ায় এর আগে তারা ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেননি। তবে বিভিন্ন সময়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে ছোট ছোট পোস্টারিং করেছিলাম। সামনে যেহেতু রাকসু নির্বাচন, তাই তারা এখন থেকে প্রকাশ্যে রাজনীতি করতে চায়।
এবিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ সফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করার মত জনবল ও সামর্থ্য আমাদের আছে। তাই আমরা এখন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে ক্যাম্পাসে নিজেদের অবস্থান শক্ত করতে চাই।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম