শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সংগঠন শাবি কর্মচারী সমিতির নির্বাচন আগামী ৩১ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
এতে মোট ১৩ টি পদের জন্য ২২ জন প্রতিযোগীতা করছেন। এর মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সর্বমোট ৬টি পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন একথা নিশ্চিত করেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ভোটার ১৫০ জন। আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার