নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক কায়সার আহমেদ। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী। হল প্রাধ্যক্ষ ড. জিয়া রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন কায়সার আহমেদ। রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসা চলছিল। আজ বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মাণিকগঞ্জে।
হল সংসদের ভিপি শরিকুল ইসলাম শাকিল জানান, বেশকিছু দিন যাবত সে অসুস্থ। শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসাও নিচ্ছিলো। আজ সকালে তার মৃত্যুর খবর পেলাম।
বিডি-প্রতিদিন/মাহবুব