ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে।
শুরুটা করেছেন সাদ্দাম হোসেন। রবিবার সকালে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার জন্য লবিংয়ে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এজিএস সাদ্দাম বলেন, তিনি (ভিপি নুর) রাজনৈতিক ক্যারিয়ার গড়া নিয়ে ব্যস্ত। মৌলবাদী রাজনৈতিক দোসরদের সাথে তার সখ্যতা। সাম্প্রতিক কালে আমরা দেখছি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিতদের পদায়নের দাবিতে তিনি লড়ছেন। ছাত্রদলের কমিটিতে পদ পাওয়ার লবিং তৎপরতায় ব্যস্ত সময়ও পার করছেন তিনি।
আগামী ৪ ডিসেম্বর ডাকসুর উদ্দ্যোগে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ক্রীড়া সম্পাদক তানভীন আহমেদ শাকিল, পরিবহন সম্পাদক শামস ই নোমান, সদস্য তিলোত্তমা শিকদার, ফরিদা পারভীনসহ অন্যান্যরা।
এদিকে, এজিএসের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে ভিপি নুরুল হক একে ‘পাগলের প্রলাপ’ বলে অভিহিত করেছেন। সাদ্দামের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সাদ্দাম অসুস্থ ছিলেন। মানসিকভাবে নানা টেনশনে আছেন। এখনও মানসিক ভাবে সুস্থ হতে পারেননি। একজন ছাত্র প্রতিনিধি হয়ে সাত বছর ফেল করে এখনও অনার্সের দরজা পার হতে পারেননি। তার মুখ থেকে এ ধরনের বেফাঁস কথাবার্তা আসাটা অস্বাভাবিক কিছু নয়।
এর আগে, গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর প্রতিনিধিরা। তবে এ বৈঠকের বিষয়ে আগে থেকে কিছু না জানানোয় সভায় সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন উপস্থিত হতে পারেননি। এ বিষয়ে জিজ্ঞাসা করলে ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক ও এজিএস সাদ্দাম বলেন, তিনি খালেদা জিয়া মুক্তি নিয়ে আন্দোলন ও পিয়াজ নিয়ে ব্যস্ত থাকায় করায় তাকে ডাকা সম্ভব হয়নি। তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব