চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার পর ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। সুমন নাছিরের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ছাত্র উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌলার বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকে।
এ সময় তারা ' গেলি কই, গেলি কই তাপস হত্যার মদদদাতা সিরাজ তুই গেলি কই?' 'বিচার চাই, বিচার চাই তাপস হত্যার মদদদাতা সিরাজের বিচার চাই' 'পদত্যাগ চাই, পদত্যাগ চাই সিরাজের পদত্যাগ চাইসহ নানান স্লোগান দিতে থাকে।
জানা যায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুই নেতাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হাটহাজারীর এগারো মাইলে কুপিয়ে আহত করা হয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাছির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফিকে কুপিয়ে আহত করে। পরে তাদের অনুসারীরা ক্যাম্পাসে মহড়া দিতে থাকে। এক পর্যায়ে প্রতিপক্ষের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, এর আগে গত ২৮ ও ২৯ নভেম্বর শাখা ছাত্রলীগের দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ১০ ছাত্রলীগ কর্মী আহত হন। পুনরায় সংঘর্ষের সম্ভাবনা থাকায় ৩০ নভেম্বর সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি চালায় পুলিশ। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র ও পাথর উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার