চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ দিয়েছে 'সংগ্রাম' নামের একটি সংগঠনের এক নারী কর্মী। অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাখা ছাত্রলীগের এক পক্ষ 'একাকারের' নেতা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার প্রক্টর অফিসে ইভটিজিং সংক্রান্ত একটি লিখিত অভিযোগপত্র দেন ভুক্তভোগী ওই ছাত্রী। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বলে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, এ রকম একটি অভিযোগপত্র পেয়েছি। এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বন্ধু-বান্ধবসহ স্টেশন সংলগ্ন খাবারের দোকানে প্রবেশ করছিলেন। ওই সময় নিয়াজ আবেদীন পাঠান তাকে বাজেভাবে কটূক্তি করে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তিনি তর্ক করা শুরু করেন। যা তার জন্য 'অসম্মানজনক ছিল।
এদিকে, অভিযোগের বিষয়ে নিয়াজ আবেদীন পাঠান বলেন, আমি এই নামের কাউকে চিনি না এবং কখনো দেখিনি। আমি এ রকম কাউকে কোন কিছুই করিনি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত জানতে প্রক্টর অফিসে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/মাহবুব