এবার খুলনায় ইয়ুথ ফর এসডিজি ৬ প্ল্যাটফর্মের দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসডিজি ৬-এর স্বেচ্ছাসেবী হিসেবে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জনেরও অধিক শিক্ষার্থী কর্মশালাটিতে অংশ নেন।
দেশের সাধারণ মানুষের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৬ এর মূল লক্ষ্য। এই লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে চলতি বছরের জুলাই মাসে ওয়াটার এইড-এর উদ্যেগে ইয়ুথ ফর এসডিজি ৬ প্ল্যাটফর্ম-এর যাত্রা শুরু হয়।
গত ২৯-৩০ নভেম্বরে প্ল্যাটফর্মটির দ্বিতীয় ইয়ুথ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটিতে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮৮ জন প্রতিভাবান তরুণ অ্যাডভোকেসি, ক্যাম্পেইন ডিজাইন এবং ম্যানেজমেন্ট, নেটওর্য়াকিং, পাবলিক স্পিকিং এবং সমস্যা সমাধানের ওপর প্রশিক্ষণ লাভ করে।
খুলনায় ইয়ুথ ফর এসডিজি ৬ কর্মশালায় সেচ্ছাসেবক মনোভাব ও দক্ষতা অর্জন এবং ওয়াশ সম্পর্কে সেশন পরিচালনা করেন অ্যাডভাইসরি প্যানেল মেম্বার সৈয়দ হাবিব আনোয়ার পাশা।
দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী ভলান্টিয়াররা উদ্ভাবনী ক্যাম্পেইন আইডিয়া সৃষ্টি, সল্যুশন এবং নিজেদের কমিউনিটির ওয়াশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পেইন পরিকল্পনা সম্পর্কে নিত্য নতুন ধারণা পেয়েছে। এতে করে অংশগ্রহণকারীর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আরো তরুণ এবং স্থানীয় কমিউনিটির জনগণকে এসডিজি ৬ সম্পর্কে ধারণা দিতে সহায়ক হবে।
ওয়াটার এইড বিশ্বাস করে, তরুণদের নিজ নিজ কমিউনিটির উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতা আনয়নে তরুণেরা যেভাবে চিন্তা করে ইয়ুথ ফর এসডিজি ৬ ঠিক তেমন একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে শিক্ষণীয় মূল্যবান দক্ষতা তাদের সারা জীবনের পাথেয় হবে।
বিডি-প্রতিদিন/শফিক