দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ মল্লিক।
বুধবার রাত ৮টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এলাকার জোড়া কবরের কাছে এ ঘটনা ঘটে।
সৌরভ মল্লিক পাবিপ্রবির কম্পিউটার সাইন্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এবং পাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি।
এদিকে সৌরভ মল্লিকের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় পাবিপ্রবি ছাত্রলীগ ও শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসের প্রধান ফটকে পাবনা-ঢাকা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে।
এ ছাড়া পাবনা জেনারেল হাসাপাতালেও শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পাবনা থানার ওসি নাসিম আহম্মেদ গণমাধ্যমকে জানান, সৌরভের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পাবিপ্রবির প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে বেরিকেট দিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা হাসপাতালেও বিক্ষোভ করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ওসি বলেন, দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কী কারণে সৌরভকে ছুরিকাঘাত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবিপ্রবির প্রক্টর প্রীতম কুমার দাস গণমাধ্যমকে জানান, রাতে পাবনা শহর থেকে সৌরভ মল্লিক সরকারি এডওয়ার্ড কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় ২টি মোটরসাইকেলে ৪ জন অজ্ঞাতনামা যুবক তার পথরোধ করে এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
বিডি প্রতিদিন/কালাম