ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ করতে রোটারির যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি ত্রিশ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ক্লাবে সদস্য ও অভিভাবক রোটারি ক্লাবের সদস্য টিএসসিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
ক্লাবের সদস্য বিদায় সভাপতি রোটার্যাক্টর মনজুরুল করিম রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারির প্রাক্তন গর্ভনর রোটারিয়ান গোলাম মুস্তাফা। বক্তব্য রাখেন রোটারিয়ান এম রাকিব সরদার, রোটারিয়ান অধ্যাপক মোহাম্মদ এ সালাম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার এ কে এম মন্জুরুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ