‘সন্ত্রাস, দখলদারিত্বমুক্ত, নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্য’ নিয়ে আত্মপ্রকাশ করল ‘সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য’।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে ক্রিয়াশীল মোট ১২টি ছাত্রসংগঠন নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ভিপি নুরসহ অন্যদের উপর হামলার পর থেকে এই সংগঠনটির ব্যানারে আন্দোলন পরিচালিত হচ্ছিলো। শনিবার বিকেলে চার দফা দাবিতে রাজু ভাষ্কর্যে গণপদযাত্রা করবে সংগঠনটি।
জোটভুক্ত সংগঠনগুলো হলো, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন(বদরুদ্দীন উমর), বাংলাদেশ ছাত্র ফেডারেশন(গণসংহতি আন্দোলন), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্কসবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট ও ছাত্র গণমঞ্চ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এ সময় তিনি জোটের পক্ষে দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, ভিপি নুরুল হকসহ সব শিক্ষার্থীর ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও আইনানুগ বিচার, ‘ব্যর্থতার’ দায়ে প্রক্টরের অপসারণ, আহতদের বিরুদ্ধে হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তাদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসন কর্তৃক বহন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হলে হলে দখলদারি ও গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ করা প্রভৃতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের(বাসদ) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাসুদ রানা ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের(গণসংহতি আন্দোলন) কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ফেডারেশনের (বদরুদ্দীন উমর) সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনীক, শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনীম আফরোজ প্রমুখ।
নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ:
গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ভবনে হামলাকারীদের গ্রেফতার এবং ভিপি নুরসহ আহতদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভিপি নুরের সংগঠন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এ সময় ভিপি নুরের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতা। শুক্রবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, সেদিনের নৃশংস হামলায় আমাদের কারও হাত ভেঙ্গে গেছে, কারও পা ভেঙ্গে গেছে। কিন্তু আমাদের মামলা এখনও নেওয়া হয়নি। পুলিশ বলছে, তাদের করা মামলার সাথে আমাদের অভিযোগ সংযুক্ত করা হবে। তবে পুলিশ আমাদের অভিযোগটি আমলে নিয়েছে কিনা সেটা আমরা এখনও জানিনা।
রাশেদ বলেন, নির্যাতন করে হাসপাতালে পাঠানো হয়েছে, আইসিউতে পাঠানো হয়েছে। আবার আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এটা দুঃশাসনের নমুনা। বিচারের বাণী এখন পথে প্রান্তরে কেঁদে বেড়াচ্ছে।
পরে শাহবাগ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজু ভাষ্কর্যের সামনে দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবারও রাজু ভাষ্কর্যে এসে শেষ হয়। এসময় বিক্ষেভকারীরা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সাধারণ ছাত্র পরিষদে’র যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, হাফিজুর রহমান খান, মশিউর রহমানসহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন