দীর্ঘ একযুগ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ জানুয়ারি। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগ ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮৯ কৃতি শিক্ষার্থী।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড এর জন্য বিভিন্ন অনুষদে ফলাফলের ভিত্তিতে ৮৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। সমাবর্তনের দিন সময় স্বল্পতার কারণে তাদের অ্যাওয়ার্ড প্রদান করা সম্ভব নয়। ওইদিন শুধু রাষ্ট্রপতি পদকে মনোনীতদের স্বর্ণপদক দেয়া হবে। তবে পরের দিন (৯ জানুয়ারি) একটি অনুষ্ঠান আয়োজন করে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড প্রদান করব।
আয়োজক সূত্রে জানা গেছে, সমাবর্তনে অংশ নেয়ার জন্য মোট ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এদের মধ্যে স্নাতক ৪ হাজার ৬১৭ জন, স্নাতকোত্তর ১ হাজার ১২৭ জন, পিএইচডি ২ জন, এমবিবিএস ৮৭৮ জন, এমএস ও এমডি ডিগ্রিধারী ৬ জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্য থেকে ২০ জন ‘রাষ্ট্রপতি স্বর্ণপদক’ ও ৮৯ জন ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন।
বিডি প্রতিদিন/ফারজানা