ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক ও তার সহযোগীদের ওপর হামলার বিচার ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানীর পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রসংগঠনগুলোর নবগঠিত জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’। হামলায় বিচারে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য কার্যালয়ের সামনে যায়। পরে জোটের নেতৃবৃন্দ উপাচার্য কার্যালয়ে গিয়ে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন।
তাদের দাবির মধ্যে রয়েছে ভিপি নুরুল হকসহ সকল শিক্ষার্থীর ওপর হামলাকারীদের স্থায়ীভাবে বহিষ্কার ও আইনানুগ বিচার করা; শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে প্রক্টরের অপসারণ; ডাকসুতে হামলায় আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসন কর্তৃক বহন ও হামলায় আহতদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার; ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা; হলে হলে দখলদারিত্ব, গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ করা প্রভৃতি।
তবে স্মারকলিপি প্রদানকালে উপাচার্য তার কার্যালয়ে ছিলেন না। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী প্রক্টর আব্দুর রহমান, সিমা ইসলাম ও বদরুজ্জামান ভূঁইয়া।
স্মারকলিপি প্রদান শেষে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সাংবাদিক বলেন, গত দুই বছর যাবত ডাকসু ভিপি নুরুল হক ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে আসছেন। কিন্তু এসব ঘটনার কোনোটিতেই বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেয়নি। আমরা নিয়মতান্ত্রিকভাবে স্মারকলিপি দিলাম। আগামী ৯ জানুয়ারির মধ্যে ব্যবস্থা না নিলে আমরা শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ফেডারেশনের (বদরুদ্দীন উমর) সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, পাহাড়ি বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনীকসহ ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যে’র অন্তর্ভুক্ত ১২টি সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাহবুব