ঢাকার কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষকের শাস্তি দাবি করে প্রতীকী কুশপুত্তলিকা দাহ করে।
মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করে তারা। এতে প্রায় বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, আজকে উন্নয়নের কথা বলা হচ্ছে দেশের নাগরিকদের নিরাপত্তা দেয়াই সবচেয়ে বড় উন্নয়ন। তাই এই ঘটনার দ্রুত বিচার ও নিরাপত্তা ব্যাবস্থার উন্নয়ন ঘটিয়ে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার দিকে সজাগ থাকতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অনিকা আনজুমা অরণি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। যথাযথ সময়ে বিচার করলে ধর্ষণ এত বৃদ্ধি পেত না। আজকে যদি আমরা বিচার না চাই তাহলে কালকে আরো অসংখ্য নারী ধর্ষিত হবে। তাই প্রত্যেক মেয়ের নিরাপত্তার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন