ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদ। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে এ কর্মসূচি পালন করে তারা।
এতে বক্তব্য বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিয়ার রহমান, শিক্ষার্থী ঐশি, রুবেলসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, ভিআইপি সড়কের পার্শ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহৃত এবং ধর্ষিত হলো অথচ পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে পারলো না এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
সমাবেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্ষিতার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম