জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির সঙ্গে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়েছে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়। কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ইতোমধ্যে ইলেক্ট্রনিকস ডিভাইস স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারি।
বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপণের ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এদিন তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও মুজিব বর্ষ ক্ষণগণনা কর্মসূচি শুরু হবে।
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম