রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে।
ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- আধুনিক ভাষা ইনস্টিউটের শিক্ষার্থী আফরিন লিমু, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী অশ্রু দাশ এবং মুহাম্মদ দিপু।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। আমাদের রাষ্ট্রকাঠামো ধর্ষকের বিচার করতে পারছে না। ফলে ক্রমাগত অবস্থা আরও খারাপ হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম