রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ধর্ষকরা সমাজে আমাদের সাথেই বসবাস করে। তারা আমাদের মা, বোন, বান্ধবীদের যেকোন সময়ই ধর্ষণ করতে পারে। আমাদের নিজ জায়গা থেকে এদেরকে প্রতিহত করতে হবে। আজ যদি ধর্ষণ আমরা বন্ধ করতে না পারি একদিন এ দেশ ধর্ষিতাদের দেশে পরিণত হবে।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সাংগঠিক সম্পাদক আইভি রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক আব্দুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর সাবিক, ডিবেটিং সোসাইটির সভাপতি ফারিদ মুস্তাকিমসহ অন্যান্যরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এছাড়া ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুভসংঘ।
বিডি প্রতিদিন/হিমেল