ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার সকাল ১১টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে মূল সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী রেজাউল করিমের সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রাণী বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন ও আব্দুর রহিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঢাবি ছাত্রী ধর্ষণের ৩ দিন পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামিকে সু-নির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত বিচারের মাধ্যমে তার কঠোর শাস্তির দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/হিমেল