ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ধর্ষক মজনু ভিক্ষুক ও প্রতিবন্ধীদের জোর করে ধর্ষণ করতো বলে জানিয়েছে র্যাব।
মজনুর বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে র্যাবের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এ সময় আরও বলা হয়, মজনু মাদকাসক্ত ছিল। এ কারণে পৈশাচিক শক্তি নিয়ে ঢাবি ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সে একজন পেশাদার ছিনতাইকারী বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব