শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় উপাচার্যের সম্মেলন কক্ষে এ ওয়েবসাইট উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক সাফল্যের দিক থেকে দেশের শীর্ষস্থানে অবস্থান করছে। আমাদের এ অর্জনসমূহ দেশবাসীর কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা। ডিজিটাল বাংলাদেশে সর্বপরিসরে যেভাবে প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে তার অংশ হিসেবে শাবি প্রেসক্লাবের অত্যাধুনিক ওয়েবসাইট তৈরি করা প্রশংসার দাবি রাখে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরানিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান করেন।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এসময় শাবি প্রেসক্লাবের সহ সভাপতি আরাফ আহমদ, কোষাধ্যক্ষ মাসুদ আল রাজী, দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ, কার্যকরী সদস্য জি এম ইমরান হোসেন, নাজমুল হুদা, আব্দুল্লা আল মাসুদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ