নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে খতমে কুরআনের মাধ্যমে শুরু করে মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারতের মধ্যদিয়ে সারাদিনের আয়োজন শেষ হয়।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের হেফজখানায় চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের উদ্যোগে কোরআন খতমের আয়োজন করা হয়। ফজরের নামাজের শেষে প্রায় ২৬ জন হাফেজ মিলে কোরআন খতম শুরু করেন। যোহরের নামাজের সময় এসে পবিত্র খতম শেষ হয়। খতম শেষে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা এসে প্রায় ৩০ জন হাফেজ সহ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। দোয়া শেষে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল হাফেজদের মাঝে খাবার বিতরণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিক্সওয়ালাদের মাঝে খাবার বিতরণ করেন। এরপর চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল নেতা-কর্মীদের নিয়ে চট্টগ্রাম শহরে মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন। মুনাজাতের মাধ্যমে আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও বঙ্গবন্ধু, শেখ হাসিনা, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সারা দেশের করোনা আক্রান্ত এবং করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়।
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাবেক সহ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শায়ন দাস গুপ্ত, সহ সম্পাদক শরীফ উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, খন্দকার রফিক, সাদাফ খান, শফিকুল ইসলাম, সুজয় বড়ুয়া, ইখলাস উদ্দিন শুভরাজ, হোসাইন, তায়েফ সনৌজসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল