নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষ। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলার পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, রিসার্চ এন্ড ট্রেনিং সেল’র পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স এসোশিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, সেক্টর কমান্ডার্স ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, নিরাপত্তা শাখা, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠী ও বাঁধনসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা পাদদেশ থেকে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম চত্ত¡রে গিয়ে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী।
সহযোগি অধ্যাপক সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বাদল, পবিপ্রবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব ও কর্মচারী পরিষদের সভাপতি মজিবুর রহমান মৃধা ও শিক্ষার্থী রেজোওয়ানা হিমেল প্রমুখ।
এছাড়াও সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা (বঙ্গবন্ধু ও বাংলাদেশ), কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র উদ্বোধন এবং দুপুর দেড়টায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার